পাঁচ বছরের ব্যবধানে ঢাকা-১১ আসনের সাংসদ এ কে এম রহমতুল্লাহর স্থাবর সম্পত্তি বেড়েছে ১৫ গুণের বেশি। আর অস্থাবর সম্পত্তি বেড়েছে প্রায় দ্বিগুণ। এ ছাড়া তাঁর বার্ষিক আয় বেড়েছে আট গুণের বেশি।এইচএসসি পাস এ কে এম রহমতুল্লাহ পাইওনিয়ার ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড, এফ বি ফুটওয়্যার লিমিটেডের চেয়ারম্যান এবং অ্যাপেক্স ট্যানারি লিমিটেড ও অ্যাপেক্স প্রোপ্রার্টি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন।
আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহ জাতীয় সংসদে বলেছেন, তিনি আহলে হাদিসের প্রধান উপদেষ্টা। তাঁর পকেটেই আহলে হাদিসের দুই কোটি ভোট আছে। জাতীয় সংসদে আহলে হাদিসের অনুসারী প্রায় ৩০ জন সংসদ সদস্য আছেন। তবে অনেকে পরিচয় দেন না।একজন কট্টর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সমর্থক এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের ঘোর বিরোধী।