স্বৈরাচার আওয়ামী সরকারের দালাল সাংবাদিক চক্রের অন্যতম সদস্য সাইফুল আলম

দৈনিক যুগান্তরকে ব্যবহার করে, শেখ হাসিনার সুবিধা ভোগী সাইফুল আলম সম্পদশালী হয়েছেন,নামে বেনামে সম্পদের পাহাড় গড়েছেন।তিনি মানবতা বিরোধী অপরাধ এবং জুলাইয়ের গনহত্যার গুরুতর অভিযোগে অভিযুক্ত।তিনি ছিলেন স্বৈরাচার আওয়ামী সরকা রের দালাল সাংবাদিক চক্রের অন্যতম সদস্য।শেখ হাসিনার আশির্বাদ নিয়ে তিনি জাতীয় প্রেসক্লাবের সভাপতি হয়েছেন। অনেক সুবিধাদি নিয়েছেন সরকা রের কাছ থেকে পিস্ত লের লাইসেন্স পেয়েছেন।শেখ হাসিনার প্রতিটি সংবাদ সম্মেলনে, রাষ্ট্রীয় অনুষ্ঠা নে আমন্ত্রন পেয়েছেন।শেখ হাসিনার বিদেশ যাত্রায় সফরসংগী হয়েছেন।আওয়ামী সর কারের একনিষ্ঠ সমর্থক হিসেবে যুগান্ত রের চীফ রিপোর্টার থেকে উপসম্পাদক, এরপর নির্বাহী সম্পাদক, ভারপ্রাপ্ত সম্পাদক এবং এখন পুরো সম্পাদক হয়েছেন।

একজন সাংবাদিকের এক্রিডিটেশন কার্ড তার সম্মান এবং অস্তী ত্ব। সেখানে খোদ সম্পাদকের কার্ড বাতিল হলো। সচিবালয়ে প্রবেশ নিষিদ্ধ হলো।সরকারি অনুষ্ঠানেও নিষিদ্ধ। জাতীয় প্রেস ক্লাবেও নিষিদ্ধ।

Search