জনরোষের মুখে বাংলাদেশের দীর্ঘতম সময়ের শাসক শেখ হাসিনার নিজ বাসভবন থেকে হেলিকপ্টারে চেপে পলায়নের ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, দৃশ্যত একটি ইস্পাতকঠিন শাসনব্যবস্থাও জনগণের শক্তির কাছে নাজুক হয়ে পড়তে পারে। আর হাসিনা তো ১৫ বছর ধরে ক্রমাগত চরম স্বেচ্ছাচারী হয়ে দেশ শাসন করছিলেন।
বিশ্বজুড়ে ক্ষমতাসীন শাসকদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর যে উদ্দীপনা ছড়িয়ে পড়েছে, তার সর্বশেষ নিদর্শনও হলো হাসিনার এই পতন ও পলায়ন। তবে বাংলাদেশে এখন যা ঘটছে, তাতে এখনই একে বৈশ্বিক গণতন্ত্রের জন্য একটি বিজয়ঘণ্টা হিসেবে অভিহিত করা অপরিপক্বতার শামিল হবে।
আসলে বছরটা একটি কঠিন ও ভঙ্গুর সময়কাল হিসেবে যাবে, বছরের শুরুতেই তার আভাস দেওয়া হয়েছিল কিছু সুসংহত পরিসংখ্যানের ভিত্তিতে। বার্লিন প্রাচীর পতনের পর থেকে ২০ বছর ধরে দুনিয়াজুড়েই গণতন্ত্রের একটা প্রবাহ বিরাজমান ছিল। তার পর থেকে বহুত্ববাদের চেতনা ক্রমে দুর্বল হতে শুরু করে এবং তা বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতেও।