বিএ-৩৭৯৯ ব্রিগেডিয়ার জেনারেল মোঃ রাশিদুল আলম (এলপিআর), ২২ তম লং কোর্স। প্রাক্তন অধিনায়ক , র্যাব-১, ডিজি বিএএসবি। কুখ্যাত মেজর জেনারেল তারেক সিদ্দিকীর একান্ত অনুগত ও বিশ্বস্ত । তিনি বাংলাদেশের সর্বপ্রথম জোরপূর্ব গুম করার সংস্কৃতি শুরু করেন। তিনি তার সবচেয়ে বিশ্বস্ত তৎকালীন মেজর, বর্তমানে বিএ-৫৯৮০ কর্নেল আহসানুল কবীর (ক্রমিক নং ১১৯) এবং মেজর জেনারেল আহসানের সাথে মিলে বিএনপি নেতা ইলিয়াস আলী সহ অনেক হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত। ক্ষমতার অপব্যবহার করে তিনি বিপুল পরিমাণ অবৈধ অর্থ ও সম্পদের মালিক । তার পরিবারকে যুক্তরাষ্ট্রের স্থায়ী করার পর সকল অবৈধ অর্থ ও সম্পদ সেখানেই পাচার করেছেন। একজন কট্টর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সমর্থক এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের ঘোর বিরোধী।