মিথ্যুক হাসিনার তোষামোদি ছিচকে দালাল সাংবাদিক মোজাম্মেল বাবু

হাসিনার নিষ্ঠুরতা, নির্মমতা, অন্যায়-অবিচার, মানবাধিকার লঙ্ঘন এবং কীভাবে সে দানবে পরিণত হয়েছিল, মিডিয়ার উচিৎ ছিল তা ধারাবাহিকভাবে জনগণের সামনে তুলে ধরা। পিলখানা হত্যাকা-ের মতো ইতিহাসের জঘন্যতম হত্যাকা-ের নেপথ্যের প্রকৃত ঘটনা অনুসন্ধান করে দোষীদের মুখোশ উন্মোচন করা।

বাংলাদেশের মানুষকে জয় হিন্দ বলার পরামর্শ দাতা এবং গনহত্যার প্রধান মিডিয়ার সহযোগী একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু ।তার সম্পদ ও বিলাসী জীবন দেখে যে কারো চোখ কপালে উঠে যায়।সাংবাদিকতাকে জলাঞ্জলি দিয়ে হাসিনার কাছ থেকে সুযোগ-সুবিধা নিয়ে শত শত কোটি টাকার মালিক হয়েছে।সাংবাদিকতার নীতি-আদর্শের ধারেকাছে ছিল না। হাসিনার অন্যায় ও নিষ্ঠুরতাকে প্রতিষ্ঠিত করতে সহায়তা করেছে।আওয়ামী সরকারের ছত্রছায়ায় বেড়েওঠা এমন একজন ছিচকে সাংবাদিক মোজাম্মেল বাবু। আওয়ামী সরকার ক্ষমতায় যাওয়ার পরই তিনি পেয়েছে একটি টিভি চ্যানেল। টিভি চ্যানেল ৭১ টিভি অনুমোদন পায় ২০০৯ সালে। ৭১ টিভি নামটি অনৈতিকভাবে দখলের অভিযোগ আছে মোজাম্মেল বাবু উপর। আসলে উনি অন্ধ, দলকানা, চাটুকার টাইপের একজন বিবেকহীন মানুষ। ৭১’রের চেতনা বিক্রি করে করেই আজকের এই অবস্থান গড়েছেন। 

Search