ভারত প্রেমিক ‘র’ এজেন্ট সাকিল ছিল খুনি জেনারেল আজিজের বিশ্বস্ত দাসের মতো

বিএ-৩৪২২ মেজর জেনারেল সাকিল আহমেদ ১৮তম লং কোর্স । প্রাক্তন জিওসি ১৭ ডিভিশন সিলেট। একজন খাঁটি ভারত প্রেমিক অফিসার। দীর্ঘদিন ভারতে প্রশিক্ষণ নেন এবং ‘র’ এর সাথে সুসম্পর্ক স্থাপন করেন । ২০১৮ সালের জাতীয় নির্বাচনে জিওসি থাকাকালে সেনাপ্রধান জেনারেল আজিজের নির্দেশে সিলেট অঞ্চলে রাতের ভোট আয়োজনে বেসামরিক প্রশাসনকে মাঠ ছেড়ে দেয়ার জন্য তার ডিভিশনকে নির্দেশ দেন । উক্ত ভোটে পুলিশ ও বেসামরিক প্রশাসনের জন্য বরাদ্দকৃত প্রণোদনার অর্থ সুচারু রূপে বন্টন করেন । এ কাজে তাকে সরাসরি সহায়তা করেন বিএ-৪৪২৭ মেজর জেনারেল মোঃ মোয়াজ্জেম হোসেন (তৎকালীন কর্নেল, ক্রমিক নং ৫৬)। একজন কট্টর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সমর্থক এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের ঘোর বিরোধী। তিনি এখনো স্বৈরাচার শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আওয়ামী লীগ অনুগত বিশ্বাসঘাতকদের পুনর্বাসনের অংশ হিসেবে এখনো তিনি সেনাবাহিনীতে বহাল রয়েছে।

Search