বিস্ফোরণের হুকুমদাতা প্রতিমন্ত্রী রিমি! কাপাসিয়ায় ছাত্র জনতার ওপর হামলার অভিযোগে মামলা, আওয়ামী লীগের মুখোশ ছিঁড়ে গেল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে জয় পেয়েছেন তাজউদ্দীন আহমদের কন্যা ও বর্তমান সংসদ সদস্য সিমিন হোসেন (রিমি)। এবার প্রতিমন্ত্রী হিসেবেও নতুন মন্ত্রিসভায় ডাক পেয়েছেন তিনি।

আওয়ামী লীগে থেকে দুর্নীতি করে নাই, এটা আর এখন বিশ্বাসযোগ্য নয়। পাতানো, ডামি, রাতের ইলেকশনে অংশ নেয়া মানেই ফ্যাসিস্টকে সাহায্য করা। যা এই রিমি করেছেন।আওয়ামী লীগ থেকে নমিনেশন না চাইতেই পেয়েছেন সেটা ভাবারও কারন নেই। আবার শেখাসিনা বাধ্য করেছেন সেটাও হয় নি।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমিসহ ৩২ জনের বিরুদ্ধে গাজীপুরের কাপাসিয়ায় বিস্ফোরক আইনে মামলা  হয়েছে।অভিযুক্তদের বিরুদ্ধে গত ৪ আগস্ট ছাত্র-জনতাকে আক্রমণ করে, মোটরসাইকেল ও স্থায়ী স্থাপনায় অগ্নিসংযোগ করে হত্যার উদ্দেশ্যে বিস্ফোরণ ঘটানোর অভিযোগ আনা হয়েছে। সিমিন হোসেন রিমির হুকুমে ও নির্দেশে অপর আসামিরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে একযোগে আক্রমণ করে। 

Search