প্রেসিডেন্ট মোহাম্মদ সাহাবুদ্দিন ২০২৩ সালে দায়িত্ব নেয়ার পর বিএনপি আমলে প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন আহম্মেদের সহকারী একান্ত সচিব (এপিএস) মনিরুল ইসলামকে ওএসডি করেন। তার স্থলে নিয়োগ দেয়া হয় বিতর্কিত ও ‘মুক্তিযোদ্ধা কোটা’য় বিসিএস ক্যাডারে নিয়োগ পাওয়া ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি আজিজুল হক মামুনকে।বহুল আলোচিত বারডেম হাসপাতালে স্ত্রী পুলিশ কর্মকর্তা সানজিদার কথিত প্রেমিক আরেক পুলিশ কর্মকর্তা হারুন উর রশিদকে ছাত্রলীগের কর্মীদের দিয়ে মারধরের ঘটনায় তোলপাড় হয়। দুটি অভিযোগই তদন্ত করছে একাধিক গোয়েন্দা সংস্থা। আজিজুলের বিরুদ্ধে শেখ হাসিনার আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণে দুর্নীতির অভিযোগ রয়েছে। এ বিষয়ে এখন দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান চলছে।
রাষ্ট্রপতির একান্ত সহকারী সচিব (এপিএস) আজিজুল হক মামুনের বিরুদ্ধে সম্প্রতি একাধিক গুরুতর অভিযোগ উঠেছে। ২০২৩ সালের ৯ সেপ্টেম্বর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের দুই কেন্দ্রীয় নেতাকে শাহবাগ থানায় নিয়ে নির্যাতনের ঘটনায় তাঁর নাম জড়িয়েছে। ঘটনাটি শুরু হয় বারডেম হাসপাতালে, যেখানে এপিএস মামুনের উপস্থিতি ও আচরণ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকও এই ঘটনার তদন্তের বিষয়ে নিশ্চিত করেছেন ।