সরকারের পক্ষে বেপরোয়া ছিলেন ওয়াহিদা। তাঁর বিরুদ্ধে রয়েছে দুর্নীতির বহু অভিযোগ।ওয়াহিদা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ছাত্রলীগ নেত্রী ছিলেন। তিনি শেখ হাসিনার উপদেষ্টা মসিউর রহমানে ভাগনি। এক প্রতিমন্ত্রীর পিএস থেকে হন প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক। এরপর প্রধানমন্ত্রীর পিএস হিসেবে কাটান প্রায় চার বছর। সেখান থেকে অতিরিক্ত সচিব হিসেবে যোগ দেন কৃষি মন্ত্রণালয়ে। সচিব পদে পদোন্নতির পর কৃষিতেই থেকে যান তিনি।
কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার গত ৪ আগস্ট ছাত্রদের আন্দোলনের মধ্যেই আওয়ামী লীগ সরকারের সমর্থনে কৃষি কর্মকর্তাদের মাঠে নামান। তাঁর পিএস এবং তিনি রাজধানীর খামারবাড়ি ও মানিকনগরে বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদের কথিত শান্তি সমাবেশের নামে মহড়ায় যোগ দেন।
কৃষি সচিব ওয়াহিদা আক্তারের ঘন ঘন বিদেশ সফর ,নথি অনুযায়ী, গত বছর ওয়াহিদা আক্তার ১১টি দেশ সফর করেছেন, যার মধ্যে মে থেকে ডিসেম্বরের মধ্যে তিনি গেছেন ছয়টি দেশে। যা বিদেশ ভ্রমণ নিয়ে সরকারি নির্দেশনার স্পষ্ট লঙ্ঘন।২০২৩ সালের মে থেকে ডিসেম্বর পর্যন্ত তিনি ছয় বার এবং ২০২৪ সালের জানুয়ারি-মে পর্যন্ত পাঁচ বার তিনি বিদেশ সফর করেছেন।