পতিত হাসিনা সরকারের মুখ্য সচিব তোফাজ্জল দুর্নীতির আর ক্ষমতার অপব্যবহারে শীর্ষে 

পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া। দীর্ঘদিন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব থেকে ক্ষমতার শীর্ষে অবস্থান করা এই কর্মকর্তা সর্বত্র ক্ষমতার অপব্যবহার করেছেন।টাকার অঙ্কে তার দুর্নীতির হিসাব কোটিতে সীমাবদ্ধ নেই, হাজার কোটি পর্যন্ত ছাড়িয়ে গেছে। তোফাজ্জল হোসেন মিয়া নিজের বাবার নামে একটি অস্তিত্বহীন এতিমখানা দেখিয়ে সরকারি টাকা আত্মসাৎ করেছেন।তোফাজ্জল হোসেন মিয়ার গ্রামের বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায়। সেখানে বাবার নামে একটি এতিমখানা দেখিয়ে হাতিয়ে নেন সরকারি অর্থ বরাদ্দ। বছরের শুরুতে সেই এতিমখানায় বরাদ্দ নেওয়া হলেও তখন এটির নিবন্ধনও ছিল না। চলতি বছরের জুন মাসে নেওয়া হয় নিবন্ধন। স্থানীয়রা বলছেন, এই নামে কোনো এতিমখানা নেই। সরেজমিন ঘুরে এতিমখানার অস্তিত্ব পাওয়া যায়নি।এতিমখানাটির নিবন্ধন জুন মাসে নেওয়া হলেও চলতি বছরের জানুয়ারি মাসে প্রায় একশ এতিম শিশু দেখিয়ে অর্থ বরাদ্দ নেওয়া হয়।সমাজসেবা কার্যালয়ের নথি বলছে, এতিমখানায় একশ এতিম শিক্ষার্থী রয়েছেন, সেই অনুপাতে অর্থ বরাদ্দ দেওয়া হয়।

ছাত্র-জনতা হত্যায় তোফাজ্জল হোসেন মিয়ার বিরুদ্ধে মামলা হয়েছে। গ্রেপ্তার এড়াতে তিনি আত্মগোপনে আছেন।৭ আগস্ট, ২০২৪- জনপ্রশাসন মন্ত্রণালয় এক আদেশে বলা হয়, মুখ্য সচিব পদে তোফাজ্জল হোসেন মিয়ার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে।

Search