নির্বাচনী অনিয়মে এনএসআই কর্তা ননী গোপাল দাস জড়িত! হবিগঞ্জে দুর্নীতির বিষবৃক্ষ ছড়িয়ে পড়ছে প্রশাসনে

​হবিগঞ্জ জেলার যুগ্ম পরিচালক ননী গোপাল দাস, এনএসআই-এর বিরুদ্ধে নির্বাচনকালীন সময়ে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। তিনি সিলেট বিভাগের নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত এনএসআই কর্মকর্তাদের মধ্যে অন্যতম হিসেবে চিহ্নিত হয়েছেন। তাঁর বিরুদ্ধে নির্বাচনী গোপন বৈঠক, টাকা বিতরণ ও ডিসি-এসপিদের সঙ্গে গোপন আঁতাতে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এছাড়া, তিনি সংশ্লিষ্ট জেলায় এনএসআইয়ের ফোকাল পয়েন্ট হিসেবে কাজ করেছেন।

এছাড়া, হবিগঞ্জ জেলার অন্যান্য সরকারি প্রতিষ্ঠানে যেমন জেলা কারাগার ও গণপূর্ত অফিসে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। যেমন, জেলা কারাগারে মাদক পাচার, বন্দীদের সঙ্গে সাক্ষাতের জন্য টাকা ও সিগারেট আদায়, ফোন কলের জন্য অর্থ আদায় এবং নিম্নমানের খাবারের সরবরাহের মতো অভিযোগ রয়েছে। ​

Search