আওয়ামী লীগের পক্ষে মিথ্যা সংবাদে রাজি না হওয়ায় বিগত সময়ে বেশ কয়েকজন সংবাদকর্মীর উপর অন্যায় করেছেন আহমেদ জোবায়ের, খান মোহাম্মদ রুমেল, লোপা আহমেদসহ তাদের সাঙ্গপাঙ্গরা। অযাচিত চাপ প্রয়োগ করে বহু সংবাদকর্মীকে চাকরি ছাড়তে বাধ্য করেন তারা। তাদের এমন সাংবাদিকতার কারণে সারাদেশের মানুষ এখন সাংবাদিকদের গালি দেয়। সবাই দালাল বলে।
সময় টিভি থেকে চাকরিচ্যুত হয়েছেন অ্যাসাইনমেন্ট এডিটর খান মুহাম্মদ রুমেল। সময় টিভির মানবসম্পদ ও প্রশাসন বিভাগের এক বিজ্ঞপ্তিতে কর্মীদের এ বিষয়ে জানানো হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উল্লেখিত তিন সহকর্মী আগামীর পথচলায় আমাদের সঙ্গে থাকছেন না।