ডিজিএফআইয়ের ক্ষমতার অন্তরালে কর্নেল মখছুরুল অসংখ্য বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম ও দুর্নীতির মাস্টারমাইন্ড

বিএ-৩৫২৯ কর্নেল মোহাম্মদ মখছুরুল হক (অবসরপ্রাপ্ত), ১৯ তম লং কোর্স । ২০০৯ সাল থেকে প্রায় ১২ বছর ডিজিএফআই এ কর্মরত ছিলেন। কুখ্যাত মেজর জেনারেল তারেক সিদ্দিকীর একান্ত অনুগত ও বিশ্বস্ত। এই অফিসার অসংখ্য বিচার বহির্ভূত হত্যাকান্ড, গুম ও আয়না ঘর ইত্যাদির মত সকল অপরাধের অন্যতম প্রধান ব্যক্তি। ফেসিস্ট আওয়ামী লীগ বিরোধী মনোভাব পোষণকারী অনেক অফিসারের ক্ষতি করেন। ডিজিএফআই এর পদ ব্যবহার করে অসংখ্য মানুষকেব্ল্যাকমেইল করে বিপুল অর্থ সম্পদ উপার্জন করেছেন । বেগম খালেদা জিয়াকে সেনানিবাস্ত মইনুল রোডের বাসা থেকে উৎখাতে সক্রিয়ভাবে জড়িত ছিল। বর্তমানে দুবাইয়ে বসবাস এবং স্বর্ণের ব্যবসা করছেন।

Search