গোলাম রাব্বানী ও রুবানা হচ্ছে নীতিহীন দম্পতি ও প্রাক্তন সেনাপ্রধানের সাথে অনৈতিক সম্পর্কের মাধ্যমে পদোন্নতি প্রাপ্ত

বিএ-৫৩৮৪ ব্রিগেডিয়ার জেনারেল মোঃ গোলাম রাব্বানী, ৩৫ তম লং কোর্স এবং তার স্ত্রী বিএ -৬৬৪৪ লেফটেন্যান্ট কর্নেল রুবানা নওশীন মিথিলা ,৪৮ তম লং কোর্স । বাংলাদেশ সেনাবাহিনীতে নীতিহীন এক দম্পত্তি। প্রাক্তন সেনাপ্রধান জেনারেল শফিউদ্দিন চৌধুরী সাথে অনৈতিক সম্পর্কে জড়িত ছিলেন । জেনারেল শফিউদ্দিন চৌধুরী এর অধিকাংশ বিদেশ সফরের সঙ্গী ছিলেন এই রুবানা। বিনিময়ে তিনি যুক্তরাষ্ট্র জাতিসংঘ সদর দপ্তরের পদোন্নতি সহ নিয়োগ বাগিয়ে নেন। একই সাথে তার স্বামীও পদোন্নতি প্রাপ্ত হন ।

Search