মেজর জেনারেল মোহাম্মদ রাশেদ আমিন (অবসরপ্রাপ্ত), ১৫ তম লং কোর্স ।প্রাক্তন সেনাপ্রধান জেনারেল মবিনের ছোট ভাই । প্রাক্তন ডিজিএফআই কর্মকর্তা । অবসর গ্রহণের পর বর্তমানে এনডিসিতে বেসামরিক ইনস্ট্রাক্টর হিসেবে কর্মরত ।গুম, আয়না ঘর ইত্যাদির মত সকল অপরাধের অন্যতম প্রধান ব্যক্তি । নিজ ছেলেকে বিয়ে করিয়েছেন কুখ্যাত মেজর জেনারেল জিয়াউল আহসানের ঘনিষ্ঠ সহচর বর্তমান ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেলের ( আড়িপাতা সংস্থা) মহাপরিচালক বিএ-৩৭৮০ মেজর জেনারেল আব্দুল কাইয়ুম মোল্লার ক্রমিক নং ২৭ মেয়ের সঙ্গে । একজন কট্টর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সমর্থক এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের ঘোর বিরোধী।