বিএ-২৫০৩ মেজর জেনারেল মোঃ ছিদ্দিকুর রহমান সরকার (অবসরপ্রাপ্ত) , নবম লং কোর্স। বাংলাদেশ সেনাবাহিনীর প্রাক্তন ইঞ্জিনিয়ার ইন চীফ। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিশেষ অনুগ্রহপ্রাপ্ত । প্রাক্তন সেনাপ্রধান জেনারেল শফিউদ্দিনের ডান হাত। রাষ্ট্রের বৃহৎ সকল প্রকল্প থেকে বিপুল পরিমাণ অবৈধ ডলার লুট করেছেন। তিনি ‘ডলার সিদ্দিক’ নামে বিশেষভাবে পরিচিত। সেনাবাহিনীর বেশিরভাগ কাজ নির্মাণ কাজ , সেনাবাহিনীর প্রকৌশলী সংগ্রহ, দেশের নদী ব্যবস্থাপনা , মহাসড়ক নির্মাণ , ফ্লাইওভার নির্মাণসহ বিভিন্ন মন্ত্রণালয় সেনাবাহিনীকে যে কাজগুলো দিয়েছিল কাজ তার পছন্দের তিন চারটি কোম্পানির মধ্যে বন্টন করে হাজার হাজার কোটি টাকা আয় করেছেন এই সিদ্দিক । জানা গেছে , জেনারেল সিদ্দিকুর কে ঠিকাদারদের ডলারে পেমেন্ট দিতে হয়েছে। তিনি শেখ রেহানা ও সালমান কে ম্যানেজ করে রাজউকের চেয়ারম্যানের পদ পকেটস্থ করেন।আরো জানা গেছে, সাবেক সেনাপ্রধান জেনারেল শফিউদ্দিন ও স্বৈরাচার শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকীর অর্থলোভী স্ত্রী শাহিন ছিদ্দিকীর মাধ্যমে প্রায় 200 কোটি টাকা খরচ করে কুখ্যাত মেজর জেনারেল ছিদ্দিকী এই নিয়োগের ব্যবস্থা করা হয় । শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার সাথে সাথে এই দুর্নীতিবাজ মেজর জেনারেল ছিদ্দিক রাতারাতি বিএনপি নেতাদের সাথে সখ্যতা গড়ে তুলেন এবং নিজেকে বিএনপি সমর্থক হিসেবে পরিচয় দিতে থাকেন। ১৯/৯/২৪ তারিখে অন্তর্বর্তী সরকার তার রাজউকের চেয়ারম্যানের চুক্তি বাতিল করে । কিন্তু আকস্মিকভাবে মাত্র তিন দিনের মধ্যে এই সিদ্ধান্ত বাতিল করা হয় এবং ২২/৯/২৪ তারিখে তাকে রাজউকের চেয়ারম্যান পদে পুনর্বহাল করা হয়। তিনি বর্তমানে বিএনপি’র হয়ে নরসিংদীর শিবচর এলাকায় গণসংযোগ চালাচ্ছেন।