খুনি হাসিনার প্রিয়পাত্র সন্তোষ শর্মা ভারতীয় র’ এর এজেন্ট-ইসকনের মুখপাত্র

এই সেই সন্তোষ শর্মা বিদেশী গোয়েন্দা সংস্থার অর্থায়নে পরিচালিত দৈনিক কালবেলার প্রকাশক ও সাবেক সম্পাদক।ইসকনের প্রোমোটার বলেও অভিযোগ আছে সন্তোষ শর্মার বিরুদ্ধে। তার পত্রিকা ইসকনের যেকোন প্রোগ্রামকে ব্যাপক কাভারেজ দেন। আর পূজা উদযাপন পরিষদেও সাধারণ সম্পাদকের পদকে ঢাল হিসেবে ব্যবহার করেন। তার পত্রিকা কালবেলায় র’ এর বিনিয়োগ আছে বলেও অভিযোগ।

Search