কুখ্যাত মেজর জেনারেল তারিক সিদ্দিকীর একান্ত অনুগত ও বিশ্বস্ত ছিল মোস্তাগাউছুর রহমান

বিএ ৩৯৫১ মেজর জেনারেল মোঃ মোস্তাগাউছুর রহমান খান, ২৩ তম লং কোর্স। জিওসি, লগ এরিয়া , ঢাকা । কুখ্যাত মেজর জেনারেল তারিক সিদ্দিকীর একান্ত অনুগত ও বিশ্বস্ত । মোটবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের আজীবন সদস্য পিতা মোঃ হাবিবুর রহমান খানের সন্তান এই অফিসার একজন কট্টর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সমর্থক এবং বর্তমান অন্তবর্তী সরকারের ঘোর বিরোধি । আওয়ামী লীগ অনুগত বিশ্বাসঘাতকদের পুনর্বাসনের অংশ হিসেবে এখনো তিনি সেনাবাহিনীতে বহাল রয়েছে।

Search