কুখ্যাত নিশাতুল ইসলাম খান মূলত ফ্যাসিস্ট সরকারের বিশ্বস্ত সহযোগী ও মানবাধিকার লঙ্ঘন সহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত

বিএ-৪৫৪২ ব্রিগেডিয়ার জেনারেল মোঃ নিশাতুল ইসলাম খান, ২৮ তম লং কোর্স । প্রাক্তন ডিজিএফআই পরিচালক । কুখ্যাত মেজর জেনারেল তারেক সিদ্দিকীর একান্ত অনুগত ও বিশ্বস্ত। কুখ্যাত এই অফিসার গুম , আয়না ঘর ইত্যাদির মত সকল অপরাধের অন্যতম প্রধান ব্যক্তি । তিনি ২০১৪ সালের ভুয়া জাতীয় নির্বাচনে জাতীয় পার্টিকে আনার মূল পরিকল্পনা ও বাস্তবায়নকারী । তিনি ব্যক্তিগতভাবে সমন্বয়ক নাহিদুল ইসলামকে দুইদিন নির্মম নির্যাতন করেছেন । ফ্যাসিস্ট আওয়ামী লীগ বিরোধী মনোভাব পোষণকারী অনেক অফিসারের ক্ষতি করেন এই নিশাত । ৫ আগস্ট ২০২৪ এ ফ্যাসিস্ট সরকারের পতনের পর এই কুখ্যাত অফিসার অতি দ্রুততার সাথে তার অধীনে সকল আয়না ঘরের প্রমাণ বিনষ্ট করেন । তিনি এখনো শেখ হাসিনাকে ফিরিয়ে আনার কাজে সক্রিয়। একজন কট্টর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সমর্থক এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের ঘোর বিরোধী।আওয়ামী লীগ অনুগত বিশ্বাসঘাতকদের পুনর্বাসনের অংশ হিসেবে এখনো তিনি সেনাবাহিনীতে বহাল রয়েছে।

Search