কর্নেল আজম চৌধুরী গাদ্দার এস আলম ও সামিট গ্রুপের অবৈধ লেনদেন ও যুদ্ধাপরাধের বিশ্বস্ত সঙ্গী, পুনরায় ডি জি এফ আই-তে নিযুক্ত

বিএ-৫১৩৮ কর্নেল এ কে এম আজম চৌধুরী, ৩৩ তম লং কোর্স । প্রাক্তন ডি জি এফ আই মহাপরিচালক, কুখ্যাত মেজর জেনারেল সাইফুল আবেদীনের পিএস। সাইফুল আবেদীনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, আয়না ঘর ইত্যাদির মত সকল অপরাধের বিশ্বস্ত সঙ্গী। পরে তাকে সিঙ্গাপুরে বদলি করা হয়। সেখানে তার কাজ ছিল সিঙ্গাপুরে এস আলম ও সামিট গ্রুপের সমস্ত অবৈধ লেনদেন সহজতর করা । তিন বছর ধরে তিনি এস আলম ও সামিট গ্রুপকে বাংলাদেশ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার অবৈধভাবে সিঙ্গাপুরে স্থানান্তর করতে সহায়তা করেছেন । আশ্চর্যজনকভাবে, তিনি এখন বর্তমান ডি জি এফ আই মহাপরিচালকের পিএস হিসেবে পুনরায় নিয়োগপ্রাপ্ত হয়েছেন। একজন কট্টর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সমর্থক এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের ঘোর বিরোধী। আওয়ামী লীগ অনুগত বিশ্বাসঘাতকদের পুনর্বাসনের অংশ হিসেবে এখনো তিনি সেনাবাহিনীতে বহাল রয়েছে।

Search