বিএ-২৫২১ ব্রিগেডিয়ার জেনারেল মোঃ এহিয়া আজম খাঁন (অবসরপ্রাপ্ত), ৯ম লং কোর্স ।প্রাক্তন বিজিবি কর্মকর্তা । কুখ্যাত মেজর জেনারেল তারিক সিদ্দিকীর একান্ত অনুগত ও বিশ্বস্ত। তিনি বিজিবি দলের সাথে শাপলা চত্বরে হেফাজতের হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিলেন। একজন কট্টর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সমর্থক এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের ঘোর বিরোধী।