মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এবং তার স্বামী মাসুদুর রহমানের বিরুদ্ধে ২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলাও দায়ের করা হয়েছে। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে ৫ কোটি ২৭ লাখ ৩১ হাজার ৩৫৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে। তাঁর নিজ ও স্বার্থসংশ্লিষ্ট ৯টি ব্যাংক হিসাবে ২২ কোটি ৩১ লাখ ৫০ হাজার ১৭৪ টাকার অস্বাভাবিক লেনদেন হয়েছে।
মেহের আফরোজ চুমকি এমপি’র পিএস মাজেদুল ইসলাম সেলিমকে দুর্নীতির বরপুত্র বলা হচ্ছে। তার দুর্নীতির তদন্তে নেমেছে দুদক। বিপুল সম্পদের মালিক এই মাজেদুল ইসলাম সেলিমকে পর্যায়ক্রমে দির্ঘসময় পিএস ও এপিএসের দায়িত্বে রেখেছেন গাজীপুর-৫ আসনের এমপি মেহের আফরোজ চুমকী। তিনি যখন শিশু ও মহিলা বিষয়ক প্রতিমন্ত্রী ছিলেন তখন এ সেলিম ছিলেন তার এপিএস। এখন হয়েছেন পিএস।