সাইদা মুনা তাসনিম একজন বাংলাদেশি কূটনীতিক, যিনি ২০১৮ সালের ৩০ নভেম্বর থেকে ২০২৪ সালের ২৬ ডিসেম্বর পর্যন্ত যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি এই পদে নিয়োগ পাওয়া প্রথম নারী। তার আগে তিনি থাইল্যান্ড ও কম্বোডিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। কূটনীতিক হিসেবে তিনি জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন এবং লন্ডন মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।
তার বিরুদ্ধে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনকে আওয়ামী লীগের দলীয় কার্যালয় হিসেবে ব্যবহারের অভিযোগ উঠেছিল, যা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বিতর্কের সৃষ্টি করে। এছাড়া, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি নামিয়ে ফেলেন বিএনপি-জামায়াত সমর্থকরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ওই সময় সেখানে উপস্থিত সাইদা মুনা তাসনিম বক্তৃতা করছেন।
২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রশাসনিক রদবদলের অংশ হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয় সাইদা মুনা তাসনিমকে ঢাকায় ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয়। একটি দাপ্তরিক আদেশে তাকে লন্ডনের দায়িত্বভার ত্যাগ করে অনতিবিলম্বে ঢাকায় ফিরে আসতে বলা হয়।