সম্পাদক ও পতিত স্বৈরাচার সরকারের আরেক দোসর প্রনব সাহাকে হটিয়ে ডিবিসি নিউজের একক সম্পাদক বনে গেলেন শহীদ জিয়াউর রহমানকে হত্যাকারী বলে বই লেখা জায়েদুল আহসান পিন্টু। আওয়ামী লীগের গুজব সেল সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন-সিআরআই এর অন্যতম প্রধান জায়েদুল আহসান পিন্টু। যিনি প্রয়াত শেখ মুজিবের নাতি রেদওয়ান ববির বন্ধু। বৈষম্য বিরোধী শিক্ষার্থী আন্দোলনের শিক্ষার্থীদের বিবৃতিতে বলা হয়েছে ‘ছাত্রদের বিরুদ্ধে সবচেয়ে বেশি মিথ্যাচার করেছে জায়েদুল আহসান পিন্টু।
পিন্টুর বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অনেক অভিযোগ রয়েছে৷ পুলিশ, গোয়েন্দা সংস্থা থেকে মাসিক মাসোহারা পান ফ্যাসিস্ট পিন্টু। যা গোয়েন্দা সংস্থাগুলোর কাছে তথ্য রয়েছে।একাধিক গোয়েন্দা সংস্থার প্রতিনিধি ডিবিসি নিউজের অফিসে তাদের এজেন্ডা ভিত্তিক প্রতিবেদন পিন্টুর রুমে এসে দিতেন (সিসি ক্যামেরায় প্রমান মিলবে)। বর্তমান প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড. ইউনূসের বিরুদ্ধে পিন্টু তার রিপোর্টারদের দিয়ে অনেক গালগল্প রিপোর্ট বানাতে বাধ্য করেছেন। ইউনূসের বিরুদ্ধে স্ক্রিপ্ট লিখে দিতো পিন্টু। ডেস্কের কর্মী অথবা রিপোর্টারকে বলতেন ভয়েস দিতে। এভাবে গোয়েন্দা সংস্থাগুলোর নানা এজেন্ডা বাস্তবায়ন করতো পিন্টু। মোটা অংকের বিনিময়ে
স্বৈরাচারী আওয়ামী লীগ শাসনে সহযোগিতা’ করার অভিযোগে ২৮ সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে সরকার। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্প্রতি এসব সাংবাদিকের একটি তালিকা তৈরি করেছে। জায়েদুল আহসান পিন্টু ও আছে এই তালিকায়।