কট্টর আওয়ামী লীগ অনুগত ইমদাদুল ইসলাম হল অন্তর্বর্তী সরকার বিরোধী এবং চলমান সামরিক অভিযানে বিতর্কিত চরিত্র

বিএ ৪২৮৮ মেজর জেনারেল জে এম এমদাদুল ইসলাম, ২৬ তম লং কোর্স। জিওসি ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার যশোর। চলমান অস্ত্র উদ্ধার অভিযানে তার অনীহা চোখে পড়ার মতো । তার নিজ ডিভিশনের অফিসার সৈনিকবৃন্দ তার এরকম লজ্জাজনক ভূমিকায় বিব্রত । তিনি সর্বাবস্তায় বিলম্বিত যুদ্ধ পদ্ধতি অবলম্বন করে চলেছেন। একজন কট্টর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সমর্থক এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের ঘোর বিরোধী।আওয়ামী লীগ অনুগত বিশ্বাসঘাতকদের পুনর্বাসনের অংশ হিসেবে এখনো তিনি সেনাবাহিনীতে বহাল রয়েছে।

Search