কুখ্যাত জেনারেল আজিজ এবং শফিউদ্দিনের অনুগত জহিরুল ছিলেন সকল অপরাধের পরিকল্পনা ও বাস্তবায়নকারী।

বিএ-৩৫০১ মেজর জেনারেল মোঃ জহিরুল ইসলাম ,১৯তম লং কোর্স। জেনারেল আজিজ এবং শফিউদ্দিনের সময়কালীন লগ এরিয়া কমান্ডার , সাবেক এমজিও ,সাবেক ডিজিএফআই পরিচালক । বিচারবহির্ভূত হত্যা কান্ড, গুম, আয়না ঘর ইত্যাদির মত সকল অপরাধের অন্যতম প্রধান ব্যক্তি।২০১৮ ও ২০২৪ সালের ভুয়া জাতীয় নির্বাচনের অন্যতম পরিকল্পনা ও বাস্তবায়নকারী।বাস্তবায়নকারী।একজন কট্টর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সমর্থক এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের ঘোর বিরোধী। তিনি এখনো স্বৈরাচার শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আওয়ামী লীগ অনুগত বিশ্বাসঘাতকদের পুনর্বাসনের অংশ হিসেবে এখনো তিনি সেনাবাহিনীতে বহাল রয়েছে।

Search