বিএ-৪০০৬ মেজর জেনারেল এ কে এম রেজাউল মজিদ , চব্বিশ তম লং কোর্স ।তিনি স্বৈরাচার শেখ হাসিনা এবং কুখ্যাত মেজর জেনারেল তারিক সিদ্দিকীর একান্ত অনুগত ও বিশ্বস্ত।প্রাক্তন সেনাপ্রধান জেনারেল আজিজ ও জেনারেল শফিউদ্দিনের একান্ত আস্থাভাজন ও তাদের সকল দুর্নীতির সহকারী এই অফিসার। ২৪ এবং ১৪ কনস্ট্রাকশন ব্রিগেডের কমান্ডার থাকাকালে ব্যাপক দুর্নীতির মাধ্যমে জেনারেল আজিজ ও জেনারেল শফিউদ্দীনকে আর্থিকভাবে সমৃদ্ধ করেন এবং নিজেও বিপুল সম্পদের মালিক হন । তিনি জেনারেল আজিজ ও জেনারেল শফিউদ্দিনের ‘টোল কালেক্টর’ হিসেবে অধিক পরিচিত।কুখ্যাত মেজর জেনারেল তারিক সিদ্দিকীর ঘনিষ্ঠ এই অফিসার কে ‘পদ্মা ব্রিজ রেলওয়ে লিংক প্রকল্পের’ কনস্ট্রাকশন সুপারভিশন কনসালটেন্স টিমের প্রধান সমন্বয় হিসেবে নিয়োগ দেয়া হয় । মেজর জেনারেল তারিক সিদ্দিকীর সাথে যোগাসাজশে এই প্রকল্প থেকে কমপক্ষে চার হাজার পাঁচশো কোটি টাকা লুটপাট করেন।একজন কট্টর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সমর্থক এবং বর্তমান অন্তবর্তী সরকারের ঘোর বিরোধী।ফ্যাসিস্ট আওয়ামী লীগ অনুগত বিশ্বাসঘাতকদের পুনর্বাসনের অংশ হিসেবে এখনো তিনি সেনাবাহিনীতে বহাল রয়েছে।